close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সোনাহাট বন্দর ১০ দিন বন্ধ, এখনো চালু হয়নি ইমিগ্রেশন এছাড়া অনুমতির চেয়ে সীমিত পণ্য আমদানি..

Md Midul Islam avatar   
Md Midul Islam
সোনাহাট বন্দর ১০ দিন বন্ধ, এখনো চালু হয়নি ইমিগ্রেশন এছাড়া অনুমতির চেয়ে সীমিত পণ্য আমদানি..

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী অবস্থিত সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ যাবতীয় কার্যক্রম।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সবুজের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঈদ উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং কাস্টমস ও বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৫ জুন (রবিবার) সকাল থেকে পুনরায় বন্দর কার্যক্রম শুরু হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর পরিপত্র অনুযায়ী এ বন্দরে ভারত থেকে অনুমোদিত পণ্য ২১টি এবং ভুটান থেকে আলু ব্যতীত উৎপাদিত ও প্রক্রিয়াজাত সকল পণ্যের অনুমোদন থাকলেও শুধুমাত্র ভারত থেকে পাথর ও কয়লা ছাড়া মাঝে মাঝে ভুট্টা, আদা, গম, পেঁয়াজ ও চাল আমদানি হয়।

আমদানি-রপ্তানি সমিতির সদস্য সচিব মোঃ ইসহাক আলী বলেন, বাকি পণ্য আমদানি করা হয় না, কারণ ভারতের তুলনায় বাংলাদেশে কম দামে পণ্য পাওয়া যায়। এছাড়া ২০১৪ সালে বন্দরের কার্যক্রম শুরু হলেও এখনো চালু হয়নি ইমিগ্রেশন। ব্যবসায়ীদের দাবি, ইমিগ্রেশন না থাকায় ভারতের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগে সমস্যা হয়। ফলে বুড়িমারী কিংবা বাংলাবান্ধা বন্দর দিয়ে যেতে হয়। দীর্ঘদিন ধরে আন্দোলন এবং সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো ইমিগ্রেশন চালু হয়নি। তিনি সরকারের কাছে দাবি করে বলেন, দ্রুত ইমিগ্রেশন চালু হলে এই বন্দর দিয়ে সরকারি রাজস্ব বাড়বে।

 

সোনাহাট বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. আমিনুল হক বলেন , সিএন্ডএফ অ্যাসোসিয়েশন কর্তৃক বন্ধের নোটিশ পেয়েছেন।

نظری یافت نشد


News Card Generator