close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সোনা চোরাচালান: দিলীপ আগরওয়ালা ও এনামুল হক দোলনসহ ৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ডায়মন্ড ওয়ার্ল্ডের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলনের পরিবারসহ মোট সাতজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।..

নিজস্ব প্রতিবেদক:

সোনা চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে হাজার কোটি টাকা অর্জনের অভিযোগে দিলীপ কুমার আগরওয়ালা, এনামুল হক খান দোলনসহ সাতজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক রেজাউল করিমের দায়ের করা আবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে সোনা চোরাচালানে জড়িত হয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন দিলীপ আগরওয়ালা ও এনামুল হক খান দোলন। তদন্তাধীন এ মামলায় তাদের এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের আশঙ্কা থাকায় আদালতের কাছে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন—

দিলীপ কুমার আগরওয়ালা

তার স্ত্রী সবিতা আগরওয়ালা

সন্তান ইয়াশ আগরওয়ালা ও আচল আগরওয়ালা

এনামুল হক খান দোলন

তার স্ত্রী শারমীন খান

সন্তান আলিফ ইমরান খান ও লভিন খান


এর আগে গত ৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। অন্যদিকে, এনামুল হক দোলনকে গত ১১ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে বহিষ্কার করা হয়।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনা চোরাচালানের অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। যথাযথ প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments found