পুরান ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন—“মৌসুমি ফল উৎসব”। সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কলেজের পুরাতন ভবনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এই উৎসবের আয়োজন করে।
ফল উৎসব উপলক্ষে সোকসাসের কার্যালয় সাজানো হয় বাহারি মৌসুমি ফলে—আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লটকন, পেঁপে, ড্রাগনফলসহ নানা রঙ ও স্বাদের দেশি ফল দিয়ে। উপস্থিত শিক্ষার্থীরা একসঙ্গে বসে ফলের স্বাদ ভাগাভাগি করে উপভোগ করেন উৎসবের আনন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। তিনি বলেন, “সাংবাদিক সমিতির এই অভিনব আয়োজন সত্যিই মন ছুঁয়ে গেছে। সাংবাদিকতা ও মৌসুমী ফল উৎসবের এই সমন্বয় আমাদের ক্যাম্পাসে একটি নতুন মাত্রা যোগ করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সোকসাসের উপদেষ্টা ফেরদৌস সাগর।
অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, “সোকসাস একটি সৃজনশীল ও ভিন্নধারার সংগঠন। তারা সবসময় নতুন কিছু নিয়ে কাজ করে, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।”
আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে সোকসাসের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি এবং দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতা চর্চা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।