সত্যজিৎ দাস:
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শপথ গ্রহণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন; উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসমাইল হোসেন, উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান আল মাদানী এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডন।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘জুলাই আন্দোলনের’ আহত যোদ্ধারা,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
শপথ অনুষ্ঠানে ‘জুলাই চেতনা’র গুরুত্ব তুলে ধরা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। আলোচনায় বক্তারা সমাজ পরিবর্তনে যুবসমাজের অংশগ্রহণ এবং ‘জুলাই পুনর্জাগরণ’কে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।