মোহাম্মদ জামশেধ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড, চট্টগ্রাম: আসন্ন সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এস. এম. ফোরকান আবুর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক নেতারা।
রবিবার (২৯ জুন) সীতাকুণ্ডে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী সুজাউদ্দীন, সদস্য সচিব তাওহীদুল হক চৌধুরী ও সদস্য হাফেজ আলী আকবর। তারা সাংবাদিকদের কাছে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, গঠনতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনকে সুষ্ঠু করতে নেওয়া পদক্ষেপসমূহ তুলে ধরেন।
সভায় সদস্য সচিব তাওহীদুল হক চৌধুরী বলেন, “বিগত আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ী মহলে হতাশা তৈরি হয়েছিল। আমরা দায়িত্ব নেয়ার মাত্র ৮৯ দিনের মধ্যেই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছি, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।” তিনি জানান, আগামী ১৯ জুলাই ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এজন্য গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।”
মতবিনিময়ে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— সভাপতি সৈয়দ ফোরকান আবু (দৈনিক যুগান্তর), সাবেক সভাপতি এম. হেদায়েত (দৈনিক কর্ণফুলী), সৌমিত্র চক্রবর্তী (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল (দৈনিক আজকের পত্রিকা), সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস (দৈনিক প্রথম আলো) ও কামরুল ইসলাম দুলু (দৈনিক ভোরের দর্পণ ও সি-প্লাস টিভি)।
উল্লেখ্য, নির্বাচন ঘিরে ইতিমধ্যে সীতাকুণ্ডের ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন যাতে অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।