সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকার মহাসড়ক অংশে একজন নিহত।
দূর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মোঃ ফারুকের নেতৃত্বে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের ম-রদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন ১ নাম্বার ওয়ার্ডের নুনাছড়া এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চা-পা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত যুবক নিহত।