মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক মাওলানা মাহমুদুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৯ আগষ্ট) বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ফোরনকান আবু, সাধারণ সম্পাদক, কাইয়ুম চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাংবাদিক মীর দীদার হোসেন টুটুল, সাংবাদিক খাইরুল ইসলাম, সাবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক, আবদুল্লাহ আল ফারুক এবং মরহুমের ভাগিনাসহ স্থানীয় সাংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মরহুম সাংবাদিকমাওলানা মাহমুদুল হকের জীবন ও কর্ম স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, সৎ ও নিষ্ঠাবান মানুষ। সাংবাদিকতা, সামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তার অবদান সীতাকুণ্ডবাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
দোয়া মাহফিলে মরহুমের আত্মারমাগফেরাত কামনায় দোয়া করা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।