সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ড দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রফিক উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুল হাকিম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এক ঘণ্টার বিরতি বাদে টানা ভোটে ১০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটাররা ১১টি পদের সবকটিতে ভোট না দেওয়ায় নির্বাচন কমিশন ৮টি ভোট বাতিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার ও সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি পদে শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ইসলাম, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক শামছুজ্জামান, প্রচার ও ক্রীড়া সম্পাদক আসলাম উদ্দিন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে জয়ী হয়েছেন ইমাম হোসেন ফারুক, আবুল মনছুর ও কমর উদ্দিন। বিজয়ী সভাপতি রফিক উদ্দিন আহমেদ নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “দলিল লেখকদের অধিকার আদায়ে আমি সবসময় কাজ করেছি। এবারও ভোটাররা আমাকে বিশ্বাস করেছেন। সবার প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবো।” অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হাসান হেলাল মাত্র এক ভোটে পরাজিত হন। তারা নির্বাচনের সার্বিক পরিবেশকে সুষ্ঠু বলে স্বীকার করলেও বাতিল হওয়া ৮টি ভোট নিয়ে দুঃখ প্রকাশ করেন। প্রবীণ দলিল লেখক ও নির্বাচন কমিশনার জহুরুল আলম চৌধুরী জানান, ১০৬ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোট দিয়েছেন। একজন ভোটার আত্মীয়ের মৃত্যুর কারণে উপস্থিত হতে পারেননি। ভোট শেষে বিজয়ী-পরাজিত উভয় পক্ষ হাসিমুখে ফলাফল মেনে নিয়েছেন। তিনি বলেন, “এটাই প্রমাণ করে আমরা সফলভাবে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে পেরেছি।”