close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সিসিডিবি-এনগেজ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জে নারীদের ক্ষমতায়নে এবিসিডি প্রশিক্ষণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্পের উদ্যোগে নারীদের ক্ষমতায়নে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্পের উদ্যোগে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ জুন ২০২৫) সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিলীমা রানী, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস এবং সিসিডিবি-সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। এছাড়া প্রকল্পের সকল কর্মীবৃন্দ ও প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ৪০ জন নারী সদস্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও উত্তেজনা ব্যক্ত করেন। কাজল বেগম বলেন, "আমি নিজে কি করতে পারি তা খুঁজে বের করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে আমরা উন্নতি করতে পারবো না।" একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেন অমৃতা রানী, যিনি বলেন, "আমাদেরকে আপনাদের সাহায্য ছাড়াই কিছু করার চেষ্টা করতে হবে। সিসিডিবি না থাকলেও যেন আমরা আমাদের কাজ চলমান রাখতে পারি, এই বিষয়টা আমরা প্রশিক্ষণ থেকে শিখলাম।"

প্রশিক্ষণের আরেক অংশগ্রহণকারী নিলু সরদার বলেন, "আমরা আজ কিছু নতুন নতুন বিষয় শিখতে পেরেছি, যেমন- লিকি বাকেট বিষয়টা আমাদের জানা ছিল না।" স্বপ্না আক্তার বিউটি তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, "আমাদের একটি ভুল ধারণা ছিল আমরা ভাবতাম আমাদের ব্যয় বেশি আয় কম। কিন্তু আজ আমরা বুঝলাম যে, আমাদের আয় আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। এই প্রশিক্ষণ থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।" সিসিডিবির এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি।

এই প্রশিক্ষণ কর্মসূচির ফলে নারীরা তাদের নিজস্ব ক্ষমতা ও সম্পদ সম্পর্কে আরও সচেতন হতে পেরেছেন। প্রশিক্ষণটি তাদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়ন বৃদ্ধি করেছে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা হাতে-কলমে শিখেছেন কিভাবে স্বনির্ভর হওয়া যায় এবং নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে আর্থিক উন্নয়ন ঘটানো যায়।

সিসিডিবির এই প্রশিক্ষণ কর্মসূচি নারীদের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠেছে, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণ আয়োজনের জন্য সিসিডিবি প্রতিশ্রুতিবদ্ধ।

Inga kommentarer hittades