close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের জন্য সংবেদনশীল কর্মশালা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
২৪ এপ্রিল সকাল ৯:০০ টায় মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের জন্য সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মীবৃন্দ ও সদস্যদের স্বামীরা..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সাল থেকে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল'২৫) সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ২য় ব্যাচে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের সদস্যদের স্বামীরা।

মোঃ নাঈম হোসেন বলেন, এমন একটি প্রশিক্ষণ পেয়ে অনেক ভালো লেগেছে। তিনি প্রশিক্ষণ থেকে উদ্বুদ্ধ হয়ে বলেন, পরিষদের যে দুগ্ধকর্নার আছে সেটা কিভাবে সচল করা যায় তা নিয়ে পরিষদে কথা বলবেন।

অনুষ্ঠানটি ফ্যাসিলিটেড করেন অর্পনা মল্লিক, প্রতিমা জোয়াদ্দার। সর্বোপরি প্রোগ্রাম অফিসার নিলীমা রানী বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন।

Aucun commentaire trouvé