সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

Juwel Hossain avatar   
Juwel Hossain
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলার চৌবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ বসে।..

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলার চৌবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ বসে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার নায়েবে আমির ও বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার আমির মো. আরিফুল ইসলাম, কামারখন্দ উপজেলার আমির মাও. ইউসুফ আলী, আমির মো. আতাউর রহমান, নায়েবে আমির মো. মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. নাঈমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন— “আজকে একটি পক্ষ আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। যদি কেউ আবারও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তবে দেশে নতুন এক বিপ্লব ঘটবে, সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব।”

তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে অংশগ্রহণ করেন ইউনিয়নের স্থানীয় সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠান জুড়ে বক্তাদের উদ্দীপনামূলক বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

No comments found