close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে অর্ধগলিত প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

Juwel Hossain avatar   
Juwel Hossain
এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে ডোবা থেকে মোঃ শামীম(২৮) নামের এক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ জুলাই) দুপুরে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কামারখন্দ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শামীম কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী তার মরদেহ শনাক্ত করে। 

মরদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে হাজারো উত্তেজিত জনতা একত্রিত হয়ে এসিআই ফুড ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়। কিছু স্থানে অগ্নিসংযোগও করারও চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিবন্ধী ব্যক্তিটি ওই ফ্যাক্টরির কর্মচারী ছিলনা৷ তা সত্ত্বেও উত্তেজিত জনতা ফ্যাক্টরিতে ভাঙচুরের বিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, ওই ব্যক্তিটির ফ্যক্টরী যে এলাকায় সে এলাকাতেই থাকে। সকলেই ধারণা করছে ফ্যাক্টরীর কেউ তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মরদেহটি গলে যাওয়ায় আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ১-২ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে কথা বলার জন্য এসিআই ফুড মিল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। এজন্য কারো বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

No comments found