close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Juwel Hossain avatar   
Juwel Hossain
“চলনবিল রক্ষা করা জরুরি। পানি প্রবাহ বন্ধ করা বা বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না। দেশীয় মাছ রক্ষায় কারেন্ট জাল ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে।”..

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে কালেক্টরেট ভবনের সামনে রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

উদ্বোধন শেষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্যজীবীরা অংশ নেন।

পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “চলনবিল রক্ষা করা জরুরি। পানি প্রবাহ বন্ধ করা বা বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না। দেশীয় মাছ রক্ষায় কারেন্ট জাল ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান জানান, সিরাজগঞ্জে বছরে ৭৫ হাজার ৮৫৯ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়, যা জেলার চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মেট্রিক টন বেশি।

আলোচনায় বক্তারা দেশি মাছ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে অবৈধ জাল ও কেমিক্যাল ব্যবহার বন্ধের ওপর জোর দেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য মৎস্যজীবীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

No comments found