সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কথিত অবৈধ নির্বাচন পরিচালনা কমিটি ও তাদের ঘোষিত একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) দুপুর ১১টা ৩০ মিনিটে শহরের নিউ ঢাকা রোডে সমিতির কার্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মিসবাহুল হাসান লিটন সরকার এবং লিখিত বক্তব্য পাঠ করেন কার্যনির্বাহী সভাপতি হিল্লোল তালুকদার।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বৈধ কমিটি সক্রিয় থাকা অবস্থায় শ্রম আইন ও গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধ ও দ্বৈত সদস্যদের নিয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল, যার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। অথচ সেই মেয়াদোত্তীর্ণ কমিটি আবারও একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।
তারা বলেন, অবিলম্বে তফসিল ও নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে স্বচ্ছ ভোটার তালিকার ভিত্তিতে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক কামরুল হাসান রুবেল, সদস্য রোমান আহমেদ, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।