বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের কল্যাণে স্থাপন করা হয়েছে আধুনিক ও বিশুদ্ধ পানির ফিল্টার। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও পানীয়জল সংকট নিরসনে এটি একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিল্টারটির উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক দুইবারের জিএস সাইদুর রহমান বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রীসহ সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে ফিল্টার উদ্বোধন করেন বাচ্চু, পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরাসরি ফিল্টারের কার্যকারিতা পরিদর্শন করেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমান দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণের ওপর গুরুত্ব দিচ্ছেন। বিশুদ্ধ পানি শুধু প্রয়োজন নয়, এটি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মনোযোগ ধরে রাখার জন্য অপরিহার্য। আমাদের লক্ষ্য হলো— তরুণ প্রজন্মকে সুশিক্ষিত, সুস্বাস্থ্যবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ সরকারি কলেজ আমার প্রিয় প্রতিষ্ঠান। এখানেই আমি ছাত্রদের ভোটে দু’বার নির্বাচিত জিএস হয়েছিলাম। তাই এই কলেজের প্রতি আমার দায়বদ্ধতা আছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিএনপি পাশে থাকবে।”
উপস্থিত শিক্ষক-শিক্ষিকারাও এ উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, কলেজের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন এখানে অবস্থান করে। পূর্বে বিশুদ্ধ পানির জন্য লাইনে দাঁড়াতে হতো বা বাইরে থেকে কিনতে হতো। এখন ফিল্টার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ পানি সহজে পাবে।
কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবর। এটি তারেক রহমানের ছাত্রবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কলেজে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছিল। নতুন স্থাপিত এই ফিল্টারের মাধ্যমে প্রতিদিন শত শত শিক্ষার্থী নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবে বলে আশা করা হচ্ছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			