বাংলাদেশ ফুটবল দলের মহাতারকা হামজা চৌধুরি দেশে ফিরেছেন। সকালে তার বিমান টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে৷ বাফুফের সূত্র মতে জানা গেছে, আজকেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে প্রস্তুত তিনি। হালকা বিশ্রাম করেই অনুশীলনে যোগ দিতে পারেন। 
ফুটবল প্রেমিকদের জানার আকাঙ্খা ছিলো, কবে হামজা আবার দেশে আসবেন? কেননা, তিনি তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দলের পারফরম্যান্স দারুণ ভূমিকা পালন করবেন ও ম্যাচ জিতাবেন বলে প্রত্যাশা প্রতিটি ভক্তের। 
আগামী ১০ জুন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ সময় পর মাঠে নামবে বাংলাদেশ। এদিকে এই ম্যাচটি হতে যাচ্ছে হামজার ঘরের মাটিতে অভিষেক। এর আগে, হামজার অভিষেক হয় ইন্ডিয়ার বিপক্ষে শিলংয়ের মাটিতে। 
  
    close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
没有找到评论
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			