সিলেটের কানাইঘাটে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু।

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
সিলেটের কানাইঘাট উপজেলার চাপনগর এলাকায় শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে সুরমা নদীতে বজ্রপাতে তাজুল ইসলাম (৩৬) নামের এক নৌকার মাঝি নিহত হয়েছেন।....

তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ নয়াগ্রাম গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র।

জানা যায়, তাজুল ইসলাম খেওয়াঘাট থেকে যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় লোভাছড়া বাগান-বাগিচা ঘাটের দিকে যাচ্ছিলেন। চাপনগর খেওয়াঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে তিনি নদীতে পড়ে যান। এ সময় নৌকার যাত্রী উত্তর লক্ষীপ্রসাদ কুকুবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ও শামীম আহমদ আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন চাপনগর খেওয়াঘাটের অদূরে সুরমা নদীতে তাজুল ইসলামের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত নৌকা চালানোর পাশাপাশি এলাকায় ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই নজমুল ইসলাম জানান, তাজুল ইসলাম বিবাহিত এবং তার ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, বজ্রপাতে তাজুল ইসলাম মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ingen kommentarer fundet