বুধবার সকালে কলেজ চত্বরে আয়োজিত এক সংবর্ধনায় অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
প্রফেসর সাব্বীর আহমদ ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি পূর্বে কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণকালে গাছবাড়ি, কানাইঘাটের কৃতি সন্তান প্রফেসর সাব্বীর কলেজের উন্নয়ন ও ছাত্রছাত্রীদের মঙ্গল সাধনে সকলের সহযোগিতা প্রত্যাশা জানান