close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিলেটের আঞ্চলিক ভাষার গান “চলো চলো ওগো সখী” ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে....

Sabir Khan avatar   
Sabir Khan
সিলেটের আঞ্চলিক ভাষার গান “চলো চলো ওগো সখি” ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে....

ছাবির খাঁন, সিলেট :

সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষায় নির্মিত নতুন গান “চলো চলো ওগো সখী” ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির গীতিকার সুহেল ইবনে ইসাক এবং কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী লাভলী দেব।

গানটি প্রকাশ করা হয়েছে সুহেল ইসাক অফিসিয়াল ইউটিউব চ্যানেল-এ। প্রকাশের পর থেকেই গানটি সিলেটসহ প্রবাসী সিলেটিদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে। গানটির সুর ও কথার সহজ-সরল উপস্থাপনা এবং স্থানীয় আঞ্চলিক ভাষার ব্যবহার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে নানা প্রশংসা দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, “সিলেটি ভাষায় এমন গান আমাদের সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরছে।”

গানটির গীতিকার সুহেল ইবনে ইসাক জানান, “আমি চেষ্টা করেছি আমাদের আঞ্চলিক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। সিলেটি ভাষার গান এখন শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ।”

এদিকে কণ্ঠশিল্পী লাভলী দেব বলেন, “এই গানের মাধ্যমে আমি সিলেটি সংস্কৃতিকে হৃদয়ের কাছ থেকে প্রকাশ করতে চেয়েছি। মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

প্রসঙ্গত, “চলো চলো ওগো সখী” গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে একের পর এক শেয়ার হচ্ছে। প্রবাসী সিলেটিদের কাছেও গানটি গভীর আবেগ ছড়িয়ে দিচ্ছে।

Walang nakitang komento