close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিলেটে স্কুলছাত্র  হত্যা মামলায় ৮ জনের ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন।..

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
সিলেটের বিশ্বনাথের  স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।..

এছাড়া আরও এ মামলায় আরও ১৭ জনকে দুই বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে সিলেটের সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় প্রদান করেন।

রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম, নজমুল ইসলাম, সদরুল ইসলাম, সিরাজ আলম, জামাল আহমদ, শাহিন আহমদ, আব্দুল জলিল ও আনোয়ার হোসেন।

যাবজ্জ্বীবন দন্ডপ্রাপ্তরা হলেন- ইলিয়াস হোসেন, আব্দুন নুর, জয়নাল হোসেন, আশিক হোসেন, আছকির আলী, আকবর হোসেন ও ফরিদ আহমদ।

এই আদালতের পিপি কামাল হোসেন জানান, রায়ে ৭ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন ছাড়াও মোট জনকে দন্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে ফাঁসির দন্ড পাওয়া আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। বাকী সব আসামি রায় ঘোষণার সময় এজলাসে ছিলেন। আর প্রধান আসামি সাইফুল প্রায় ৪বছর ধরে জেল হাজতে রয়েছেন। রায় ঘোষণা শেষে তাদের সবাইকে করাগারে প্রেরণ করা হয়েছে।
রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

لم يتم العثور على تعليقات