close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের মধ্যে কোরবানীর মাংস বিতরণ..

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
সিলেট (গোলাপগঞ্জ) : পবিত্র ঈদ-উল-আযহার দিনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাতজন পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।..

শনিবার ৭ জুন ২০২৫, জুলাই ওয়ারিয়র্স সিলেট জেলা”র সদস্য সচিব ওয়াহিদ ঊমায়ের ও সদস্য নাইমুর রাহমান শহীদদের বাড়ি বাড়ি গিয়ে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও কোরবানির মাংস পৌঁছে দেন।

ওয়াহিদ ঊমায়ের জানান, বিগত রোজার ঈদে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ নিজে গোলাপগঞ্জ এসে প্রত্যেক শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ও উপহার দিয়েছিলেন। এবারের ঈদেও তিনি শহীদ পরিবারের কথা মনে রেখে কোরবানির মাংস পাঠিয়েছেন।

ব্যারিস্টার জুনেদ এক বার্তায় বলেন,
“বাংলাদেশের মানুষ আজ শান্তিতে ঈদ পালন করছে, আনন্দ ভাগাভাগি করছে—এই শান্তি ও আনন্দের পেছনে যাদের ত্যাগ রয়েছে, তারাই আমাদের শহীদ। আমরা সেই শহীদদের পরিবারের সঙ্গে আমাদের ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই।”

Tidak ada komentar yang ditemukan


News Card Generator