বুধবার (১৬ জুলাই) ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে তারা সড়কে আগুন জ্বালিয়ে এই ব্লকেড করেন।
কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দরা নগরীর চৌহাট্টায় এনসিপির নেতাকর্মীরা ‘মুজিববাদ, মুর্দাবাদ’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে যাম চলাচল বন্ধ করে দেন। এসময় গুরুত্বপূর্ণ এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দরা মিছিল সহকারে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল চত্ত্বরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী শ্লোগান দিতে থাকেন তারা। তবে সন্ধ্যা ৭ টার দিকে এনসিপির আহ্বানে মহাসড়ক থেকে এই ব্লকেড তুলে নেওয়া হয়।
এসময় বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
没有找到评论