close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস খাদে, আহত ১৫ যাত্রী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।..

স্থানীয়রা জানান, বাসটিতে ১০ থেকে ১৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় কমবেশি সবাই আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

যাত্রীদের বরাত দিয়ে এলাকাবাসী বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে চালককে ঝিমাতে দেখা যায়। তারা ধারণা করছেন, চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এক প্রত্যক্ষদর্শী জানান,
“দুর্ঘটনাটি যদি আরও কয়েক কিলোমিটার সামনে ঘটত, তাহলে বাসটি সরাসরি হাওরে পড়ে যেত। তখন প্রাণহানির ঘটনা ঘটতে পারত।”

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন,
“বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন আহত যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যার বড় একটি অংশ চালকের অসতর্কতা, অতিরিক্ত ক্লান্তি বা ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে নিয়মিত পর্যবেক্ষণ ও চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা।

No comments found