সিলেট মহানগর এনসিপির পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি ঘোষণা

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর  জন্য ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে..

 প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর সহযোদ্ধা হিসেবে ,মোহাম্মদ নুরুল হক,প্রকৌশলী আদনান তৈয়ব,মুস্তাক আহমদ,কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ,তারেক আহমেদ বিলাস , অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল,যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে আছেন।
কমিটির এই ঘোষণা দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সরজিস আলম যৌথভাবে দেন। দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমে জানান।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন: 
কামরান জায়গীরদার,অনামিকা দেব,ডা. মোহাম্মদ নুরুল আবসার বদরুল,সুলতান হোসেন মিজান,মোঃ সাদী জামালী,ফুয়াদ হাসান,সজল আহমদ,নওশাদ আহমদ চৌধুরী,নূরুল হুদা,মামুন রশীদ,জাকির হোসেন,সায়মন সাদিক জুনেদ,নাজিম উদ্দিন
জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, এই নবগঠিত সমন্বয় কমিটি সিলেট জেলার সংগঠনকে আরও সুসংগঠিত করে মানুষের পাশে দাঁড়াবে এবং জাতীয় স্বার্থে গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে।

Комментариев нет