close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিলেট ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে হাসান-ইকরাম

Abdul AWAL avatar   
Abdul AWAL
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে গঠিত হয়েছে সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের এক বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। “শিক্ষা, ঐক্য ও সৌহার্দ্য”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত কমি..

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে গঠিত হয়েছে সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের এক বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। “শিক্ষা, ঐক্য ও সৌহার্দ্য”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত কমিটি ছাত্রসমাজের অধিকার ও সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

শীর্ষ নেতৃত্বে হাসান-ইকরাম

 

নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান হাসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইকরাম খান।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন মাহফুজ হাসান অন্তর, এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান রকি ও আবুল কালাম আজাদ।

 

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন

 

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: দিপু সূত্রধর

 

যুগ্ম সাধারণ সম্পাদক: মাহাদী চৌধুরী

 

সাংগঠনিক সম্পাদক: মাহিম আহমেদ

 

সহ সাংগঠনিক সম্পাদক: আহসান আহমেদ

 

দফতর সম্পাদক: নাইম নাফি

 

অর্থ সম্পাদক: মো. আল মামুন

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাকিব সানিক

 

 

শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণে নতুন অঙ্গীকার

 

ছাত্রী নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন নারী বিষয়ক সম্পাদক নওশিন রিম।

এছাড়া—

 

সাহিত্য বিষয়ক সম্পাদক: সিয়াম আহমেদ মেহেদী

 

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: জুয়ান মিয়া

 

ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: মোজাম্মেল হক রাজু

 

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: শাহনূর মীর রাগিব

 

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আশরাফুল ইসলাম

 

 

কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন: মো. জীবন, মো. ইমন মিয়া, সাকিব খান, সাফওয়ান রাফি ও মো. সোহেল মিয়া।

 

অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী

 

নতুন কমিটিকে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার দায়িত্বে রয়েছেন তিনজন উপদেষ্টা— সানমুন আহমেদ, নাজমুল হুদা এবং কালকরুল ইসলাম। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি ছাত্রসমাজের শিক্ষা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

 

সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিশ্রুতি

 

সভাপতি হাসানুজ্জামান হাসান বলেন,

“আমরা শিক্ষা, গবেষণা, ঐক্য ও সৌহার্দ্যের মাধ্যমে সিলেটের ছাত্রসমাজকে একত্রিত করতে চাই। এই পরিষদ হবে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের সেতুবন্ধন।”

 

সাধারণ সম্পাদক ইকরাম খান বলেন,

“নতুন কমিটির দায়িত্ব পাওয়া আমাদের জন্য যেমন গৌরবের, তেমনি বড় দায়িত্বও। আমরা সিলেট বিভাগের শিক্ষার্থীদের উন্নয়ন, কল্যাণ এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

ছাত্রসমাজের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ

 

কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতারা এক বিবৃতিতে জানান, তারা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা রাখবেন। বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের মা

ধ্যমে সংগঠনটি নতুন উদ্যম ও শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে।

Walang nakitang komento