সিলেট-৪ আসনে আগামী নির্বাচনে আব্দুল মুবিন'কে গণঅধিকার পরিষদের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ..

iftiyaz Sumon avatar   
iftiyaz Sumon
****

ইফতিয়াজ সুমন : স্টাফ রিপোর্টার:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪(কোম্পানীগঞ্জ,গোয়াইনঘাট ও জৈন্তাপুর)আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশীরা যে যার মতো প্রস্তুতি শুরু করেছেন।এর মধ্যে অন্যতম আলোচিত নাম আব্দুল মুবিন তিনি গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি  একজন তরুণ রাজনীতিবিদ পরীক্ষিত জননেতা হিসেবে দলীয় মহলে সুপরিচিত।

এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে আব্দুল মুবিন একমাত্র স্থানীয় প্রার্থী। এই সিলেট-৪ আসনের অলিতে-গলিতে তার বেড়ে ওঠা। এই এলাকার আপামর জনসাধারণের সঙ্গেই তার সুখ-দুঃখের মিতালি। এই এলাকার মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছেন তিনি। সাধারণ জনগণ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা আব্দুল মুবিনকেই সিলেট-৪ আসনের গনঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী হিসেবে দেখতে চান।দলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, নেতা হিসেবে আব্দুল মুবিন সেরা। যুক্তরাজ্য থেকেও কর্মীদের যে কোনো সমস্যায় তাকেই সবার আগে পাওয়া যায়। দলের যে কোনো কর্মসূচিতে তিনিই সবাইকে সংগঠিত করেন। এলাকার কোনো সমস্যায় নেতা-কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। নিম্ন ও মধ্য আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন খাদ্য ও বস্ত্র সহায়তা দিয়ে। তাই এমন নেতাকেই অভিভাবক হিসেবে দেখতে চান তারা।

Ingen kommentarer fundet


News Card Generator