সিদ্ধিরগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগ জুলাই আন্দোলনের আসামি এলাহি নেওয়াজ বিরুদ্ধে..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, সিটি রিপোর্টার।

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও হিরাঝিল এলাকার গিয়াস উদ্দিন ইসলামিক স্কুল এন্ড কলেজের সাবেক উপদেষ্টা এলাহী নেওয়াজ তালুকদার (৭০)-এর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত এই নেতাকে সমাজ ও মসজিদ কমিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।  এছাড়া তাকে এলাকায় পেলে সঙ্গে সঙ্গে পুলিশে সোপর্দ করার হুঁশিয়ারি দিয়েছে পঞ্চায়েত কমিটি।

জানা যায়, গত বুধবার (৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত ১০ অক্টোবর ভিকটিমের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার (৭০) এর আগেও একই ধরনের ঘটনায় একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে ইতোপূর্বে বলাৎকারের দু’টি মামলাও রয়েছে।

ভিকটিমের মা অভিযোগে বলেন, এলাহী নেওয়াজ তালুকদার নাতির মতো স্নেহ দেখিয়ে বিভিন্ন ভালো উপদেশ দেওয়ার অজুহাতে তার ছেলেকে মাঝে মাঝে বাড়িতে নিয়ে যেতেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। ভিকটিম পরবর্তীতে তার মাকে বিষয়টি নিয়ে বলেন, এর আগেও আরও দুইবার একইভাবে তাকে ফুসলিয়ে বলাৎকার করা হয়েছিল।

অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বলেও জানা গেছে। এমনকি তিনি জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলারও আসামি ছিলেন।

গুরুতর এই অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার (১২ অক্টোবর) রাতে পাইনাদী নতুন মহল্লা এলাকার  পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ ও মসজিদ কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. রফিক পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, এলাহী নেওয়াজের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ ছিল এবং মামলা হয়েছিল। সমাজের সম্মান রক্ষায় আমরা তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি এবং এলাকায় পেলে তাকে ধরে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, পাইনাদী এলাকার এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে বলাৎকারের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Nenhum comentário encontrado


News Card Generator