সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যায় জড়িত প্রধান আসামি গ্রেফতার..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, সিটি রিপোর্টার।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনায়, স্বামীর দায়ের করা মামলার প্রধান আসামি নীরব ওরফে নাজিম (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (১৭ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত সাবিনা আক্তার লাকি (৩৫) রুবেল মিয়ার স্ত্রী।

র‍্যাব জানায়, এই নৃশংস হত্যাকান্ডের পর সংশ্লিষ্ট  আসামিদের গ্রেফতারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উক্ত হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি নীরব ওরফে নাজিমের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায়, শনিবার (১৬ আগস্ট) রাতে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা হতে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামি নাজিম ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন রামকেশর এলাকার চান্দু খাঁর ছেলে। 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সড়ক ও জনপথ বিভাগের কলোনিতে নীরবের বাসা থেকে সাবিনা আক্তার লাকির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী রুবেল মিয়া বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

לא נמצאו הערות