close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সিআরসি ইবি শাখার বার্ষিক সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন Come For Road Child (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।..

মাহফুজুল হক পিয়াস, ইবি:
সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন Come For Road Child (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিসি) ভবনের ১১৬ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, স্কুল পরিচালক মো. সাইফুল ইসলামসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক সদস্য ও পথশিশু উপস্থিত ছিলেন। 

২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সিআরসি ইবি শাখা শিশু শিক্ষা, শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির প্রতি সম্মাননা জানানো হয় এবং দ্রুত নতুন কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। বিদায়ী সভাপতি ইমদাদুল হক বলেন, “CRC শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার।”
সাধারণ সম্পাদক মশিউর রহমান আশাবাদ ব্যক্ত করেন, “একদিন পৃথিবী পথশিশু মুক্ত হবে।”

অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে নতুন দিগন্তে নিয়ে যাবে। স্কুল পরিচালক বলেন, "সিআরসি ভবিষ্যতেও পথশিশুমুক্ত সমাজ গঠনে কাজ করে যাবে।"

Nenhum comentário encontrado