close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শুধুই দুই বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী।..

Eusuf Chowdhury avatar   
Eusuf Chowdhury
শুধুই দুই বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী।..

রাজধানীর ঢাকার শহরসহ দেশের নানা স্থানে চলছে বিরতিহীন বৃষ্টি,কখনো হালকা কখনো ভারী এবং কিছু কিছু স্থানে  বাতাস বইছে। 

আবহাওয়া অফিসের তথ্য মতে দুই বিভাগের পাশাপাশি রাজধানী ঢাকার শহরসহ সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 

গত ৩ দিনে দেখা গেছে সারাদেশ প্রচুর পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।এর মধ্যে আবার গত সোমবার থেকে সারাদেশে বৃষ্টি পরিমাণ বেরে যায়।এবিষয়ে আবহাওয়া  অধিদপ্তর জানাই সাগরে এখন লোগো চাপ চলছে আর এই লোগো চাপ গতকাল বিকেলে দিকে স্থল নিম্নাচাপে পরিণত হয়।এই কারণে দেশের সর্বত্র জায়গা বৃষ্টি হয়,সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে ১৪৩ মিলিমিটার ও রাজধানী ঢাকা শহরে ২৪ ঘন্টায় ১৬ মিলিমিটার বৃষ্টি আবহাওয়া অফিস রেকর্ড করেন । 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন। স্থল নিম্নচাপটি  ভারতের পশ্চিমবঙ্গে ও দক্ষিণবঙ্গে  দিকে অবস্থান করছে। এর প্রভাবেই বাংলাদেশে খুলনা ও রাজশাহী বিভাগে বারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

তিনি আরো জানান মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে এই দুই বিভাগে কোথায় কোথায় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে 

 

 

Ingen kommentarer fundet