চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন শুদ্ধ বৃত্ত। শনিবার বিকেলে উপজেলার বখতেয়ার সড়কে শুদ্ধ বৃত্ত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মো. হামিদুল ইসলাম হিরু নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য রিয়াদ, নাঈম, হৃদয়, তাজুল, সাকিব, আবির, হামিদ, মারুফ, তানভির, রিশান, হামিম, রাজু, সালেক, মিলন, সাইমুন, জিশান প্রমুখ।
সংগঠনের সভাপতি হামিদুল ইসলাম হিরু বলেন, শুধু বৃক্ষ রোপন করলে কাজ শেষ হয়ে যাবে না। যে গাছ গুলো এখনো পৃথিবীতে বিদ্যমান আছে, সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। না হলে বৃক্ষরোপনের কোন মূল্যই থাকবে না।
তিনি আরও বলেন, একদিকে গাছ লাগিয়ে অন্যদিকে যদি কাটা শুরু করে তাহলে গাছের সংখ্যা কোন ভাবে বৃদ্ধি করা সম্ভব হবে না। আজকাল অনেক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে গাছ কাটছে। এসব ঘটনা ঘটছে বিশেষ করে আমাদের দেশের পাহাড়ি এলাকা গুলোতে। সেসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার অনুরোধও করেছি।