শুভ বাংলা নববর্ষ উদযাপনের সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদোগে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্ততি নেয়া হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুত গ্রহণ করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্ততি নেয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদোগে নববর্ষ উদযাপন উপলক্ষে এই প্রস্তুতি নেয়া হয়েছে। নববর্ষ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুত গ্রহন করা হয়েছে বলে জানানো হয়েছে।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল '২৫) ১লা বৈশাখ সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হবে। এরপর সকাল সোয়া ৭টায় পুরুষরা সাদা ফতুয়া, গ্রামীণ চেকের লুঙ্গি ও লাল গামছা এবং নারীরা লালশাড়ি ও বৈশাখি শাড়ি পরিহিত অবস্থায় আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন। আনন্দ শোভঅযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হবে। এরপর সুবিধা জনক সময়ে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী। এছাড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় সুবিধাজনক সময়ে উৎসব মূখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। 

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হবে। এরপর সুবিধাজনক সময়ে হাসপাতাল, কারাগারে, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহি বাঙালী খাবার পরিবেশন করা হবে। 

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে স্কুল-কলেজেনর শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুত গ্রহন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে পুলিশের একাধিক টিম মাঠে নিয়োজিত থাকবে।

Комментариев нет