শত বছরের রাস্তায় বেড়া দিলেন ওলামা দলের সভাপতি

Abdul Kadir  avatar   
Abdul Kadir
আমাদের পূর্বপুরুষরা এই পথ দিয়ে যাতায়াত করতো,তারা এর আগেও বেড়া দিয়েছিল আরো দক্ষিনে, এবার তারা আরো উত্তরে বেড়া দিয়ে বলতেছে তাদের যায়গা। আমরা বলতেছি আপনাদের যায়গা মেপে নেন, মেপে যদি আপনাদের হয় আমরা চেড়ে ..

 

শত বছরের রাস্তায় বেড়া দিলেন ওলামা দলের সভাপতি
 ফরিদগঞ্জে শত বছরের যাতায়াতের পথে বাঁধা দেওয়া হয়েছে,  বিএনপির কেন্দ্রীয় নেতা দাবী করে ফূঁ দিয়ে উড়িয়ে দেওয়ার দেওয়ার হুমকি দিয়ে নিজেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের কাছের লোক বলে পরিচয় দিচ্ছেন। তার এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
নিজ বাড়ি ও প্রতিবেশীদের পথে বেড়া দিয়ে এমন নেক্কার  গঠনার জন্ম দিয়েছেন  ঢাকা মহানগন দক্ষিনের ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন খলিলী। 
স্থাণীয় বাসিন্ধা মজিবুর রহমান খোকন বলেন, আমাদের পূর্বপুরুষরা এই পথ দিয়ে যাতায়াত করতো,তারা এর আগেও বেড়া দিয়েছিল আরো দক্ষিনে, এবার তারা আরো উত্তরে বেড়া দিয়ে বলতেছে তাদের যায়গা। আমরা বলতেছি আপনাদের যায়গা মেপে নেন, মেপে যদি আপনাদের হয় আমরা চেড়ে দিবো। তিনি তারেক জিয়ার ক্ষমতা দেখায়, মির্জা ফখরুলের ক্ষমতা দেখায়, তারা সুইচ টিপলে আমরা উড়ে যাবো এমন  কথা বলে হুমকি দেয়। তিনি আমাদের চাচাতো ভাই।
মোহাম্মদ বাবুল হোসেন বলেন, আমি এই বাড়ির লোক, তারা আমাদের রাস্তার মাঝখানে বেড়া দিয়েছে। আমার জন্মের আগ থেকে এখানে পথ ছিলো।
মোহাম্মদ কাউছার আহম্মদ বলেন,নয়ন চেয়ারম্যান থাকা অবস্থায় তারা বলেছিল  আমরা তাদের জায়গা খাই। এরপর পুরো বাড়ি মাপা হয়েছিল।  আমি সেই চিডা  সংগ্রহ করেছি।
ঢাকা দক্ষিন ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন খলিলী বলেন, সবাইকে বলছি আমরা এটা বসে মিমাংসা করমু। বাপ চাচারা থাকতে মাপছে যখন, এখন তারা বলতেছে তারা বুঝেনা। আমরা বলছি তোরা আবার মাপ আমরা থাকবো।
উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু হারেছ মিয়াজি জানান,  ৬নং ওয়ার্ডের নিলাম বাড়ির রাস্তায় বেড়া দেওয়ার সংবাদ পেয়েছি । সেখানে দলীয় পরিচয়ে প্রভাব বিস্তার করেছেন ঢাকা দক্ষিন ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন খলিলী। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল জানান,  তারেক রহমান কাউকে বলেনাই, দলের পরিচয় দিয়ে মানুষের যাতায়াতের পথে পথে বেড়া দিতে। যারা এ সমস্থ কর্মকান্ড করে তাদের কারনে দলের দূর্নাম হয়।
উপজেলেলা বিএনপির আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, আলমগীর হোসেন খলিলী নামে একজন ওলামা দলের নেতা আছে, তার সাথে যোগাযোগ করবেন বলে জানান। নিজ বাড়ির রাস্তায় বেড়া ও হুমকির বিষয় উল্লের্খ্য করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মজিবুর রহমান খোকন ।  থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে অভিযোগেরে তদন্ত কর্মকর্তা এএসআই আনোয়ার হোসেন বলেন, জানান অভিযোগের কপি হাতে পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Nessun commento trovato