শ্রমিকদের ঘামে ভেজা মাটিতে জন্ম নেয় স্বপ্ন: নাগরিক কেন্দ্রে সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি..

Md Azim Hossen avatar   
Md Azim Hossen
****
তরুণ রাজনীতিবিদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি সোমবার (২৮ এপ্রিল)   এক সাক্ষাৎকারে বলেন, শ্রমিকদের যোগদান ছাড়া এই পৃথিবী গড়ে তোলা সম্ভব হতো না। শ্রমিকদের ঘামে ভেজা মাটিতে জন্ম নেয় স্বপ্ন। মহান মে দিবসের দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। মে দিবসের এই দিনেই শ্রমিকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। এই বেদনাবহ দিনটির ওপর ভিত্তি করেই শ্রমজীবী মানুষ আদায় করতে পেরেছিল তাদের অধিকার, সামাজিক মর্যাদা ও দৈনিক একটি সুনির্দিষ্ট কর্মঘন্টা। এই দিনটির মাধ্যমেই শ্রমিকরা পেয়েছিল তাদের অধিকার আদায়ের ভিত্তি ও পুঁজি। মে দিবসের মাধ্যমেই শ্রমিকদের জীবন যাত্রার উন্নয়ন সাধিত হয়েছে এবং কমতে শুরু করেছে সামাজিক বৈষম্য। সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, আমাদের এই উন্নয়নশীল দেশে স্বাধীনতার এত বছর পর এসে ও মে দিবসের চেতনা ও তাৎপর্য শতভাগ বাস্তবায়ন করা সম্ভব নয় নি। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। কিন্তু এখনো তপ্ত রোদ উপেক্ষা করে পেশির দাপটে রক্ত পানি করে যে জীবন যোদ্ধা শ্রমিক, যাদের শ্রমে গড়ে ওঠে সভ্যতা, আমাদের যাপিত জীবনের আশ্রয়, সেই শ্রমিকদের গড়া অট্টালিকায় থেকে ও তাদের কথা ভাবার সময় মেলে না কারো। আবার মজুরির বেলায় লিঙ্গভেদ আর বৈষম্য। যা আজও পোড়ায় মানুষের হৃদয়।
Geen reacties gevonden


News Card Generator