শরিফুল খান প্লাবন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে লিফলেট বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসনের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পক্ষে শ্রীনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম মাসুদ রানার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে শ্রীনগর এম রহমান কমপ্লেক্স, পোস্ট অফিস, চকবাজার, কাঠপট্টি, ডাকবাংলা, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহবায়ক আবু জাফর জিয়া, শামছুল হক নয়ন, যুবদল সদস্য মতি শেখ, সোহেল মাতবর, মিরাজ শেখ, সোহেল রানা, রতন মৃধা, মনির হোসেন ও আকাশ মন্ডল প্রমুখ।