শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—
এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল
পোনা মাছ অবমুক্ত,
র্যালি,
আলোচনা সভা ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সকালে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা
মনোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মহিন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিনা তোরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
তাইজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
নুর মোহাম্মদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সাংবাদিক
জাকির লস্কর ও তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আড়তদার, ব্যবসায়ী ও মৎস্যচাষীবৃন্দ।