সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর (Slow Loris) উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় একটি খামারবাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার (০৪ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি অচেনা প্রাণী দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা প্রাণীটি চিনতে না পেরে সতর্কতামূলকভাবে আটক রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গোড়।
পরিচালক স্বপন দেব জানান,“এটি লজ্জাবতী বানর,বাংলাদেশে অতিবিপন্ন ও বিরল একটি প্রজাতি। খাদ্যের অভাব, বন ধ্বংস ও আবাসস্থল সংকটের কারণে এরা লোকালয়ে চলে আসছে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ।”
উদ্ধার করা বানরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ প্রাণীটির প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেবে বলে জানানো হয়।
স্বপন দেব আরও বলেন,“লজ্জাবতী বানর নিশাচর ও অত্যন্ত ধীরগতির প্রাণী। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বনভূমি উজাড় ও পরিবেশ বিপর্যয়ের ফলে এ প্রজাতিটি বিলুপ্তির মুখে রয়েছে।”