close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রীমঙ্গলে সড়কে প্রাণ গেল জয়ন্ত চক্রবর্তীর

Satyajit Das avatar   
Satyajit Das
Jayanta Chakraborty, a storekeeper at Kamalganj Upazila Health Complex, tragically died after his motorcycle collided with a stationary covered van on Vanugachh Road in Sreemangal. The accident occurr..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে জয়ন্ত চক্রবর্তী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার সুদীপ্ত চক্রবর্তীর পুত্র এবং পেশায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও একজন।

 

বুধবার (৩০ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর ভানুগাছ সড়কের বধ্যভূমি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,জয়ন্ত চক্রবর্তী তার এক সহকর্মীকে নিয়ে কমলগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্তকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির নাম সিপার উদ্দিন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সোহেল আহমদ বলেন,“আমরা বিকট শব্দ শুনে ছুটে যাই। দেখি দুজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের সামনের অংশ ঢুকে গেছে।”

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,“দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

জয়ন্ত চক্রবর্তীর অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

לא נמצאו הערות