close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্রীমঙ্গলে প্রযুক্তিনির্ভর যুবশক্তির উদযাপন

Satyajit Das avatar   
Satyajit Das
Youth Day 2025 celebrated in Sreemangal with rallies, clean-up drives, and certificate distribution, focusing on “Tech-Driven Youth Power for Inclusive Progress.”

সত্যজিৎ দাস:

শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো- “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। এটি প্রথম পালিত হয় ২০০০ সাল থেকে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে শপথ পাঠ,আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটিতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণিল র‌্যালি বের হয়ে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে। র‌্যালির শেষে এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া গত জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এমসিডা,ম্যাক বাংলাদেশ,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ,ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, সৃস্টি সমাজ কল্যাণ সংস্থা,কারিতাসসহ বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে।

দিনটি শেষে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়,যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহযোগী হবে।

শ্রীমঙ্গলের এই যুব দিবসের আয়োজন যুব শক্তির প্রযুক্তি নির্ভর উন্নয়ন ও সমাজে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে নতুন উৎসাহ যোগিয়েছে।

Ingen kommentarer fundet