মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা, সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানাপুলিশ। রবিবার (১১ মে) বিকেলে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শহরের ভানুগাছ রোডে অবস্থিত গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সঞ্জয় পাশীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
کوئی تبصرہ نہیں ملا