close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রীমঙ্গলে বিএনপির ঘুরে দাঁড়ানোর বার্তা

Satyajit Das avatar   
Satyajit Das
BNP’s central leader Haji Mujibur Rahman Chowdhury attended a grassroots coordination meeting in Moulvibazar’s Mirzapur Union, urging unity among local leaders to strengthen the democratic movement...

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির পরীক্ষিত নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন,"এই অঞ্চলের প্রতিটি মানুষ বিএনপির শক্তি। তৃণমূলের ঐক্যই আমাদের শক্তি ও বিজয়ের পথরেখা।"

 

শনিবার (১২ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক সমন্বয় সভা। এতে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল ও তাঁতীদলের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন ও মতামত তুলে ধরেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, "আমি তারেক রহমান ও খালেদা জিয়ার একজন পরীক্ষিত সৈনিক। দেশের এই সংকটকালে গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন।"

 

তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগকে উপস্থিত নেতারা স্বাগত জানান এবং আগামী দিনে রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Tidak ada komentar yang ditemukan