শ্রীমঙ্গলে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

Satyajit Das avatar   
Satyajit Das
A special operation by the Detective Branch (DB) of Moulvibazar police led to the arrest of a young man with 20 bottles of foreign liquor from the Hoglia area of Sreemangal. The recovered Royal Green ..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার হগলিয়া এলাকার পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে জুয়েল মিয়া (২২) নামের ওই যুবককে আটক করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জেলা ডিবির এসআই মো. সাইফুল ইসলাম। অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ বোতল ‘রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি’ (ROYEL GREEN DELUXE BLENDED WHISKY) উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার করে মোট ৭.৫ লিটার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা

 

শনিবার (০৫ জুলাই) ডিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Hiçbir yorum bulunamadı