সত্যজিৎ দাস:
"কৃষিই সমৃদ্ধি আধুনিক প্রযুক্তির মাধ্যমে"-এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫। আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি তুলে ধরার লক্ষ্যে এই মেলার আয়োজন করেছে শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন।
সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় আয়োজিত এই মেলায় মোট ১৪টি স্টল অংশ নিচ্ছে। প্রতিটি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার, কীটনাশক, উৎপাদন পদ্ধতি ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।
মেলা চলবে আগামী পাঁচ দিন। স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ মেলাটি ঘুরে দেখে উপকৃত হচ্ছেন এবং আধুনিক কৃষির সঙ্গে পরিচিত হচ্ছেন।