close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শরীয়তপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
শরীয়তপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ব্যাপক দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে।অভিযোগ রয়েছে, জেলা রেজিস্ট্রার হেলেনা পারভীন দীর্ঘদিন ধরে বদলির নামে মোটা অঙ্কের ঘুষ..

শরীয়তপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ব্যাপক দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে। সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়, দলিল জালিয়াতি, নকলের নামে ভুয়া কাগজ সরবরাহসহ নানা অনিয়ম ধরা পড়ে। 

 

অভিযোগ রয়েছে, জেলা রেজিস্ট্রার হেলেনা পারভীন দীর্ঘদিন ধরে বদলির নামে মোটা অঙ্কের ঘুষ আদায় করে আসছেন। সাব-রেজিস্ট্রার মো. ওমর ফারুক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ভুক্তভোগীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ ও হতাশা।

 

প্রকাশ্যে আসা এসব অনিয়ম নতুন করে প্রশ্ন তুলেছে সরকারি দফতরগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে।

 

অভিযানকালে সিটিজেন চার্টার না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দুদক কর্মকর্তা।

No comments found