close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শরীয়তপুরে মিছিলের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার..

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
শরীয়তপুরের রাতের আঁধারে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২১ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পালং মডেল থানার ভারপ্রাপ্..

 

শরীয়তপুরের রাতের আঁধারে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল মাদবর, চিকন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বেপারী, দক্ষিণ শৌলা এলাকার যুবলীগ কর্মী রাজিব ফকির ও শৌলপাড়া ইউনিয়নের উত্তর চিকন্দী এলাকার যুবলীগ কর্মী রুবেল খান।

 পরে তাদের আদালতে পাঠানো হয়।

 

সোমবার (২১ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দলের নেতাকর্মীরা সারা দেশে বিভিন্ন সময় ঝটিকা বিক্ষোভ মিছিল বের করছে। তারই অংশ হিসেবে শনিবার রাতে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ও পালং সড়কের মাঝামাঝি স্থানে মশাল জ্বালিয়ে একটি ঝটিকা মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ে।

 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বেশ কিছু লোক মুখে মাস্ক পড়ে বাঁশের মাথায় মশাল বানিয়ে আগুন জ্বালিয়ে সড়কে মিছিল করছে। এসময় তারা জয় বাংলার স্লোগান, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আওয়ামী লীগের ঘাঁটি শরীয়তপুরের মাটিসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

نظری یافت نشد