শরীয়তপুরে জেলা প্রশাসককের নিকট আওয়ামী লীগের স্মারকলিপি..

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একটি স্মারকলিপি শরীয়তপুরের জেলা প্রশাসকের দপ্তরে জমা দেয়া হয়েছে।
স্মারকলিপিতে আইসিটি ট্রাইবুনালে প্রহসনমূলক, ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রত..

 

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একটি স্মারকলিপি শরীয়তপুরের জেলা প্রশাসকের দপ্তরে জমা দেয়া হয়েছে। রবিবার সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) ওই স্মারকলিপিতি জমা দেয়। 

 

স্মারকলিপিতে আইসিটি ট্রাইবুনালে প্রহসনমূলক, ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদ জানানো হয়েছে।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরোধী অপরাধীদের বিচারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল, সেই অঙ্গীকার পূরণে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সরকার কর্তৃক প্রণীত আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

 

 জাতির অঙ্গীকার পূরণে এই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। এই বিচার সারা পৃথিবীতে প্রশংসত হয়েছিল। এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং এই বিচারের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে এক ঘৃণ্য প্রতিশোধ নেয়ার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী শক্তি এবং অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তবর্তী সরকার বঙ্গবন্ধু কন্যা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে গণহত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে।

 

 আইনের শাসনের সকল নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ইতিহাসের জঘন্যতম এই প্রহসন মূলক ও অবৈধ বিচার কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ অসাংবিধানিক ও অবৈধ সরকারের এই ঘৃণ্যতম মধ্যযুগীয়, জঘন্য এবং অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও তীব্র ঘৃণা জানাচ্ছে।

 

 বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘৃণ্য প্রক্রিয়া বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছে। দেশবাসীকে এই অবৈধ ও প্রহসন মূলক প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, বাংলাদেশে এই মানবতা বিরোধী,জঘন্য ও প্রহসন মূলক বিচারের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

 

Keine Kommentare gefunden


News Card Generator