বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া জানান,
বালিজুরী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে
হাতি নিরাপদ বিচরণ, খাদ্য ও আবাসস্থল পরিষ্কার করতে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত ৩৫ টি অবৈধ সবজি বাগান সম্পূর্ণভাবে কাটা হয়েছে। এবং বুনো হাতির চলাচলের জায়গা থেকে জিআইতার কর্তন জেনারেটর ভেঙে ফেলা হয় ।
ইতিপূর্বেও অবৈধ দখলকারীদের বন বিভাগের পক্ষ থেকে বারবার নিষেধ ও মাইকিং করা হলেও তারা কোন ভাবেই মান ছিল না।
পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করি।
পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।
ময়মনসিংহ বন বিভাগের সহকারি বন সংরক্ষক
এসবি তানভীর আহমেদ ইমন বলেন, বালিজুরী রেঞ্জের সব কয়টি বিটে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সংরক্ষিত বনভূমি কাউকে দখল করে সবজি বাগান করতে দেয়া হবে না।
এসময় রাংটিয়া ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ, তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ, সমেশ্চুরা বিট কর্মকর্তা কাউসার হোসেন, বিট কর্মকর্তা রফিকুল ইসলাম রকি সহ মধুটিলা, রাংটিয়া এবং বালিজুরী রেঞ্জের সকল স্টাফ, ই আর টি প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধি, বাগান উপকারভোগী সহ সচেতন জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন ।