শ্রী শ্রী গোপাল জিওর আখড়া ধামে গীতা দান কর্মসূচি সম্পন্ন
🗓️ তারিখ: ২৮ মে ২০২৫
🖊️ রিপোর্টার: গৌরব সাহা | জেলা প্রতিনিধি, আই নিউজ বিডি | নরসিংদী
নরসিংদী: বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো গীতা দান কর্মসূচি। জেলার ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান শ্রী শ্রী গোপাল জিওর আখড়া ধাম মন্দিরে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা স্কুলের শিক্ষকবৃন্দ। সভাপতিত্ব করেন হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলা শাখার সম্মানিত সভাপতি সুজয় পাল। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করতে এবং নৈতিক আদর্শে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। তারা আশা প্রকাশ করেন, এই গীতা দান কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, আত্মিক উন্নয়ন এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।