শ্রদ্ধা দেশের জন্য, রাজনীতির জন্য নয় : শাকিব খান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
****

ঢালিউডের সুপারস্টার শাকিব খান সবসময় আলোচনায় থাকেন তার সিনেমা ও ব্যক্তিজীবনকে ঘিরে। এবার আলোচনায় উঠে এসেছে তার রাজনৈতিক অবস্থান নিয়ে। সম্প্রতি তিনি জানিয়েছেন, জীবনের কোনো সময়ই তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, নেননি কোনো সুযোগ-সুবিধাও।

গত জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ক্ষমতাসীনদের হামলা ও গুলির ঘটনায় শাকিব খানের অবস্থান ছিল সাধারণ মানুষের পক্ষে। তখন শোবিজের অনেক তারকাই ছাত্র-জনতার প্রতি সংহতি জানিয়েছিলেন। আর চলতি আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করেন শাকিব খান। এই পোস্টকে ঘিরেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

যুক্তরাষ্ট্র থেকে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, “দেশে এখন সর্বস্তরে সংস্কার কাজ চলছে। এমন প্রেক্ষাপটে কেবল একটি রাজনৈতিক দলের চোখে নয়, বরং দলমতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য যেসব মানুষ ত্যাগ স্বীকার করেছেন, সবাইকে সম্মান জানানো উচিত। এটি রাজনৈতিক নয়, নৈতিক দায়িত্ব।”

রাজনীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে শাকিব খান স্পষ্ট করে জানান, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। রাজনীতিতে অংশ নেয়ার প্রস্তাব একাধিকবার পেয়েছি, কিন্তু সবসময়ই দূরে থেকেছি। এমনকি কোনো রাজনৈতিক সুবিধাও নেইনি। বরং রাজনীতির কারণে অনেক সময় ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার সাম্প্রতিক পোস্ট কারও মনঃক্ষুণ্ন করার জন্য ছিল না। এ নিয়ে যেসব বিভ্রান্তি তৈরি হচ্ছে, তা একেবারেই অযৌক্তিক। আমার ভালোবাসা, শ্রদ্ধা ও কাজ সবসময় দেশ ও দেশের মানুষের জন্য।”

ঢালিউডের এ শীর্ষ নায়ক পরিষ্কার জানিয়ে দিলেন—তার জায়গা কেবলই সিনেমা, রাজনীতির মঞ্চে নয়।

کوئی تبصرہ نہیں ملا