শ্যামনগরের কাশিমাড়ী বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২ অক্টোবর ) কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক শতাধিক নেতাকর্মী, নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোটার তালিকা থেকে বঞ্চিত বিএনপি সদস্য আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুল গনি, শফিকুল গাজী, মুনসুর মোল্লা, মাসুদ রানা, শফিকুল মোল্লা, অলিউর রহমান, আব্দুল গফফার, সেলিনা খাতুনসহ ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাতক্ষীরা-৪ আসনের টিম প্রধানের পক্ষপাতমূলক সিদ্ধান্ত, স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন আওয়ামীলীগের নির্যাতিত ও আন্দোলনে সক্রিয় দুই শতাধিক ত্যাগী নেতাকর্মীর নাম বাদ দিয়ে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।
বক্তারা বলেন, ওয়ার্ড কাউন্সিলকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্র তৈরি হয়েছে। কতিপয় হাইব্রিড নেতার হস্তক্ষেপে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি বিতর্কিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে, যা সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা ও শঙ্কা সৃষ্টি করেছে।
তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার টিম প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও তিনি তা আমলে নেননি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠ বিএনপি নেতাদের নিয়ে সাংগঠনিক টিম গঠন করা হলেও তাঁদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বক্তারা দাবি জানান, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিল সম্মেলন অবিলম্বে স্থগিত করে বাদ পড়া ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সম্মেলনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় পাতানো কাউন্সিল প্রতিহত করার ঘোষণা দেন তারা।
ছবি- শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।